1. talash@talashprotidin24.com : Talash 1 : Talash 1
  2. iveerahaman@gmail.com : talash protidin : talash protidin
  3. talashprotidin2019@gmail.com : talashadmin :
শনিবার, ৩০ মে ২০২০, ০৪:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে...আগ্রহীরা সিভি/বায়োডাটাসহ জীবনবৃত্তান্ত পাঠান :  talashprotidin2019@gmail.com/ chowdhuryshamim2018@gmail.com মোবাইল : ০১৭১১২০২৫১৯, ০১৩১৬৩৮৩৩১৮

সামাজিক দূরত্ব মানছেনা বাঁশখালীর মানুষ

তালাশ প্রতিদিন প্রতিবেদক:
  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ২৩২ বার দেখা হয়েছে

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার মানুষ সরকারী এত বেশী নিষেধাজ্ঞা আসার পরও কোন সামাজিক দূরত্ব মানছেনা। এদিকে আজ সোমবার মন্ত্রীঅসভায় ধর্ম বিষয়ক মন্তণালয়ের এক ঘোষণায় বলা হয়েছে ভয়ানক করোনা ছোবল থেকে বাঁচতে পাঁচওয়াক্ত নামাজে ৫ জনের বেশী ও জুমার নামাজে ১০ জনের বেশী অংশ গ্রহণ করা যাবেনা। তালাশ প্রতিদিন প্রতিবেদক আজ সোমবার বাাঁশখালী উপজেলার কিছু স্থানে ঘুরে দেখেন, বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের গন্ডামারা বাজার, বাদাম তল, কেজি স্কুল, পশ্চিমের বেড়ি বাঁধ, মনাজি পুকুর পাড়, শীলকুপ ইউনিয়নের নুরু মার্কেট, গোধার পাড়, তক্তার পুল, মহল্লা পাড়া, জালিয়া খালী বাজার, চাম্বল ইউনিয়নের চৌধুরী পাড়া, বাংলাবাজার, পাতলা মার্কেট, সরল ইউনিয়নের খালাচ্যার দোকান, বড়ুয়ার টেক, নয়াজার সহ আশে পাশের গলি দোকান গুলোতে নিশ্চিন্তায় জনসমাগম চলছে। কোন কোন চা স্টলে স্কুল পড়ুয়া ছেলেদেরও দেখা যায়। অটো রিক্সা, সি.এনজিতেও সামাজিক দূরত্বের নিয়ম মানা হচ্ছেনা। খোঁজ নিয়ে জানা যায় কিছু কিছু স্থানে অনেক রাত অবদি এ জনসমাগম চলে। অনেকে আবার করোনর ভয়ানক এ পরিস্থিতিকে উপহাসও করছে। গ্রামের অলিতে গলিতে ওষুধের দোকান গুলিও সমাজিক দূরত্ব মানছেনা। স্থানীয় সচেতন মহল মনে করেন প্রশাসনকে এ ব্যাপারে আরো কঠোর হওয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত নিচে কমেন্টস করুন

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ